সাভারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

674

Published on জুন 23, 2021
  • Details Image

সাভারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। 

সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকা জেলা ছাত্রলীগ, যুবলীগ, হকার্স লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এর আগে সর্বস্তরের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত