1173
Published on জুন 23, 2021গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতার নেতৃত্বধানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিনটি উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি পালন করে।
বুধবার(২৩ জুন) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীপুর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লার সঞ্চালনায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান,পৌর মেয়র আনিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সাফি উদ্দিন মোড়ল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. কফিল উদ্দিন মন্ডল, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড আজিজুল হক আজিজ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, শ্রীপুর যুব মহিলালীগের সভাপতি মৌসুমি সরকারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।