ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

980

Published on জুন 23, 2021
  • Details Image

ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণমানুষের প্রিয় সংগঠন উপমহাদেশের প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাথে ৭৩ বছরে পর্দাপন করায় স্বাস্থ্য বিধি মেনে জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়, বঙ্গবন্ধুর ভাষ্কর্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এসময়ে জেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগ অংশগ্রহণ করেন। 

এছাড়া ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পাটি অফিসের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র আ.লীগ নেতা আজগর আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম। এছাড়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত