892
Published on জুন 23, 2021ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের এবং মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। বুধবার (২৩ জুন) জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২৩ জুন ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালাভ করে, এই আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।