944
Published on জুন 13, 2021ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সাহেবের স্মরণ সভা আজ ১২ জুন ২০২১ তারিখ বিকাল ৪ টায় অমরিকাগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রয়াত নেতা জলিল সাহেবের স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন আব্দুল জলিল সাহেবের স্বপ্ন ছিল অমরিকাগঞ্জ কলেজের এমপিও ভূক্ত করা, শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জের রাস্তা মেরামত করা! আমরা সকলে মিলে তার স্বপ্ন পূরণে কাজ করবো। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের জন্য তিনি তৈরী করেছেন স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এসকল প্রতিষ্ঠান যেন ভালোভাবে পরিচালিত হয় সেলক্ষ্যে আমরা কাজ করে যাব। চরঅঞ্চলের মানুষের সামগ্রিক উন্নতির লক্ষে সকলে মিলে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে কাজ করা আমাদের অঙ্গিকার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আঃ সালাম পিন্টু,মহাসচিব রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, মেয়র ইকরামুল হক টিটু, সঞ্চালনা করেন আবদুল জলিল সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার রাজীবুল হাসান বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোফাখ্খার খোকন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কামরুজ্জামান কাউসার সহ স্থানীয় নেতৃবৃন্দ।