আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন জেলায় করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ

1601

Published on জুন 9, 2021
  • Details Image

বাংলাদেশে বিদ্যমান কোভিড -১৯ সংকট বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করার নানাবিধ পন্থা অবলম্বন করেছেন। জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের এ দুযোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সম্ভাব্য সকল উপায়ে জনগণের পাশে দাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বরাবরের মতোই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের বর্তমান ঢেউ মোকাবেলায় করোনা ভাইরাস এর অধিকতর সংক্রমিত এবং বিশেষ লকডাউনের আওতাধীন এলাকাসমুহে হাই-ফ্লো নজেল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, এন্টিসেপটিক সাবান, অক্সিজেন মাস্ক ও ক্যানোলা বিতরণ করা হয়। ৮ জুন ২০২১ মঙ্গলবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াদুদ দারা এমপি । উপ-কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আখলাকুর রহমান মাইনু, ডা. হেদায়েতুল ইসলাম বাদল, ড. মোয়াজ্জেম হোসেন মাতাব্বুর আমিনুল, মো. মুজাফফর হোসেন জমদ্দার, মো. হারুনর রশীদ, দীপক কুমার বনিক, প্রফেসর ড. আতাউর রহমান, মো. খলিলুর রহমান, মো. মিজানুর রহমান খান, মোজাম্মেল হক, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. শেখ ফয়েজ আহমেদ, মো.মাহবুব রশীদ, শওকত হোসেন খান মনির, শরিফুল ইসলাম শরিফ, আকাশ জয়ন্ত গোপ, আব্দুল বারেক, মো. মিজানুর রহমান খান বিদ্যুত, আমিনুল ইসলাম খান আবু, শাহ মোস্তফা আলমগীর, বেলাল মোহাম্মদ নুরী, হাবিবুর রহমান হাবিব,অরিন্দম হালদার, রফিকুল ইসলাম রনি, ইমাউল হক সরকার, নুরুল হক সজীব, পারভীন আকতার, মাসুদ রানা ব্ল্যাক এন্ড হোয়াইট, পার্থ রহমান, ইদ্রিছ আহমেদ মল্লিক, মো. ফারুকুজ্জামান, খালিদ হোসাইন খান বিপু, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, অ্যাড শাহাবুদ্দিন টিপু, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, দেবাশীষ আইচ প্রমুখ।

হাই-ফ্লো নজেল ক্যানোলা, উন্নতমানের পর্যাপ্ত মাস্ক, উন্নতমানের হ্যান্ড স্যানিটিইজার, উন্নতমানের পিপিই, অক্সিজেন মাস্ক, ক্যানোলা বিতরণ করা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মেহেরপুর জেনারেল হাসপাতালে।

অক্সিজেন সিলিন্ডার, উন্নতমানের পর্যাপ্ত মাস্ক, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার, উন্নতমানের পিপিই, অক্সিজেন মাস্ক, ক্যানোলা বিতরণ করা হয় নওগাঁ জেনারেল হাসপাতাল, নাটোর জেনারেল হাসপাতাল, জয়পুরহাট জেনারেল হাসপাতাল, নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল।
উন্নতমানের পর্যাপ্ত মাস্ক, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার, এন্টিসেপটিক সাবান এবং উন্নতমানের পিপিই বিতরণ করা হয়, দাফন-কাফন জাতীয় কমিটি রাজশাহী শাখা, জাতীয় মহাশ্মশান কমিটি রাজশাহী শাখা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত