1510
Published on জুন 9, 2021করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাংলাদেশ আওয়ামীলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় মাস্ক, স্যানিটাইজার বিতরণের আয়োজন করেছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-কমিটির সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এম.পি। বাংলাদেশ আওয়ামীলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ ইহতেশামুল হক চৌধুরী, বিএসএমএমইউ স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভী এবং স্বাচিপ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জোয়ার্দার টিটু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সন্মানিত সদস্য ডাঃ মোতাহার হোসেন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, করোনা নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ সমূহ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং করোনা নিয়ন্ত্রণে তার নির্দেশনাগুলো জনগণকে সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ করেছেন। বিশেষ অতিথি ডাঃ শারফুদ্দিন আহমেদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে পালনের উপর জোর দিয়েছেন।
আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বলেন, মূল সংগঠন এর পাশাপাশি স্বাস্থ্য উপকমিটি যে কোন দুর্যোগে জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হরিসুল হক, অধ্যাপক মুস্তফা জামান, অধ্যাপক তাহের, ডাঃ অসীম কুমার সেনগুপ্ত, ডাঃ কামরুজ্জামান কামরুল,ডাঃ অমল ঘোষ, ডাঃশাহিন, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ মেহেদী, ডাঃ মেহনাজ জ্যোতি, ডাঃ আরাফাত, ডাঃ পূরবী দেবনাথ, ডাঃ শেখ মিলি, ডাঃ রেহান, ডাঃ আতিক, ডাঃ আমিনুর রহমান অপু,ডাঃ শাহরিয়ার হোসেন শান্ত, ডাঃ রাকিব, ডাঃ ওয়াহেদুল হক, ডাঃ শরীফ, ডাঃ টিপু সুলতান, ডাঃ তুষার, ডাঃ অনিক সহ স্বাচিপ, বি এম এ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ|