চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

1325

Published on জুন 9, 2021
  • Details Image

আজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি’র সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র উপস্থিতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সভাপতি-সাধারণ সম্পাদক ও তার অধীন ৫টি উপজেলা (সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলি) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলী রেজ মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হিরু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালেক এবং কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ¦ হায়দার আলী রনি।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী অক্টোবর মাসের মধ্যে উল্লেখিত ৫টি উপজেলাধীন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে ওই ৫টি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে উপস্থিত দলীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দ দলের সাংগঠনিক গতিশীলতা ও শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ৮ জুন ২০২১

Live TV

আপনার জন্য প্রস্তাবিত