সারাদেশে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

868

Published on জুন 8, 2021
  • Details Image

সারাদেশে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, ই-পোস্টার প্রকাশসহ নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সোমবার সকালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পথে, স্বাধিকার সংগ্রামের বাক পরির্তনকারী ঐতিহাসিক মাইলফলক হলো ৭ জুন। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে এক সম্মেলনে ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। এরপর পূর্ব বাংলায় (বাংলাদেশ) এসে ছয় দফা দাবির পক্ষে ব্যাপক প্রচার শুরু করেন। বাংলাদেশে ম্যাগনাকার্টা বলে পরিচিত ছয় দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালির মনন তৈরির উদ্দেশ্যে ৬ দফা ঘোষণা করেছিলেন। বাঙালির মুক্তির সনদ হিসাবে ৬ দফার ভিত্তিতে মানুষ আন্দোলন ও সংগ্রাম করেছে, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের পর পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করায় বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ৭ই জুন এর সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ দেশের স্বাধীনতা, মুক্তি,  গণতন্ত্র ও প্রগতি, প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বাদ জোহর বগুড়া শহরে কলেজ রোডে কটন মিল জামে মসজিদে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

গাইবান্ধায় ঐতিহাসিক ৬ দফা দিবস-৭ জুন উপলক্ষে আজ সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

৬ দফা দিবস পালন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও সারাদেশে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়।

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত