919
Published on জুন 8, 2021রংপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে ঐতিহাসিক ৬-দফা দিবসে রংপুর জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জাসেম বিন জুম্মন, দপ্তর সম্পাদক আমিন সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামাণিক, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু প্রমূখ।