চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা

1047

Published on জুন 8, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবি আদায়ের জন্য মনো মিয়া, শফিক, শামসুল হকসহ মুক্তিকামী বাঙ্গালির রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল।

এবং তাদের রক্তে ৬ দফা আন্দোলন নতুন গতি লাভ করেছিল। ৬ দফার আন্দোলন মূলত ছিল এক দফার আন্দোলন তথা স্বাধীনতা। যার ধারাবাহিকতায় ১৯৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সর্বোপরি। মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আজ বিকেলে ৬ দফা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আলোচনায অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক মঈনুদ্দীন, এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাসেম চিশতী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদকমন্ডলীর সদস্য আলাউদ্দীন সাবেরী, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, প্রদীপ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মেজবা উল আলম লাভলু, নাজিম উদ্দীন তালুকদার, মোঃ নুর খান, আবু তালেব চেয়ারম্যান, আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দীন আহমেদ মঞ্জু, মোঃ সেলিম উদ্দীন, গোলাম রাব্বানী, আকতার হোসেন খান, হাসান সরোয়ার জামিল, বখতেয়ার সাঈদ ইরান, আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, ফোরকান উদ্দীন আহমেদ, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত