ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

1056

Published on জুন 7, 2021
  • Details Image

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।  

সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের কুমারপাড়ায় থাকা স্বাধীনতা চত্বরে থাকা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এই এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত