1293
Published on জুন 1, 2021করোনা মহামারীর শুরু থেকেই সরকারের পাশাপাশি লকডাউন ও সংক্রমণে ক্ষতিগ্রস্ত সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরনসহ বিভিন্ন হাসপাতালে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটিও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। কমিটির সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে দুর্দশাগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা দিয়েছেন।
গত এপ্রিল ও মে মাসে অর্থ ও পরিকল্পনা উপকমিটির তরফ থেকে ৩১১৯টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, ফরিদপুর ও রাজশাহী জেলার নিজ নিজ এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেন কমিটির সদস্যরা। এর পাশাপাশি ২০০টি পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর পাশাপাশি করোনার সংক্রমণ রোধে মাস্ক ও সুরক্ষাসামগ্রী বিতরণ এবং হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করেন কমিটির সদস্যরা। ৪ লক্ষেরও বেশি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম জেনারেল হসপিটালে হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই নিশ্চিত করতে ৫টি অনলাইন ইউপিএস প্রদান করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন পৌরসভায় জীবাণুনাশক ছিটিয়ে সংক্রমণ রোধে সচেষ্ট ছিলেন উপকমিটির নেতৃবৃন্দ।
লকডাউনের কারণে পরিবারের উপার্জনক্ষম সদস্য কর্মহীন হয়ে পড়ার পর যাতে নারীরা সংসারের হাল ধরতে পারেন এ লক্ষে সেলাই মেশিনও বিতরণ করেছেন কমিটির সদস্যরা। প্রায় ১৫০ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এছাড়াও গত ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের শিশু ও বয়স্কদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছেন অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্যরা। প্রায় ২৮২০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।