৩৩৫০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক

521

Published on মে 13, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ চাঁদপুরের কচুয়ায় নিম্ন আয়ের ৩৩৫০ পরিবারের মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

এর মধ্যে রয়েছে ৩১০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং ২৫০ পরিবারের জন্য কাপড়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক প্যাকেট দুধ। কচুয়ার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। ড۔ সেলিম মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ সোমবার দুপুরে কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নিজে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, করোনা মহামারির কারণে সারা বিশ্বে এক বিপর্যয় ঘটেছে। বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে গেছে। সমগ্র পৃথিবী এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় করোনা সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। কারণ ছোট দ্বীপরাষ্ট্রগুলোকে বাদ দিলে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কারণে এদেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

ড۔ সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যার এই নির্দেশের কারণেই আমি আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারীতে আমি কয়েক দফায় খাদ্য সামগ্রী ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। তিনি সমবেত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় ড۔ সেলিম মাহমুদের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুবলীগের সভাপতি ও কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিল্লাল মোল্লা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাজহার শামীম, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত