লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদকের উদ্যোগে প্রতিবন্ধী ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

695

Published on মে 10, 2021
  • Details Image

চট্টগ্রামের লোহাগাড়ায়  বাংলাদেশ আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে  খাদ্য ামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ মে ( বুধবার) বিকালে উপজেলার চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলকায় প্রতিবন্ধী কৃষক ও দিনমজুরসহ মোট ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চরম্বা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আছহাব উদ্দিন, আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, সমাজ সেবক মিরান হোসেন মিজান, চরম্বা ইউপি মেম্বার মুহাম্মদ সৈয়দ হোসেন, চরম্বা ইউপির ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ এনামুল হক এনাম, চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা মহি উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- লকডাউনে দ্বিতীয় ঢেউ মোকাবেলায়  বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাতকানিয়া লোহাগাড়ায় মোট ৫ হাজার মানুষের মাঝে  ইফতার ও সাহেরী বিতরণ করেন এবং এই খাদ্য সামগ্রী বিতরণ শেষ পর্যায়ে বলে জানা গেছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত