609
Published on মে 9, 2021নিজ বাড়ি কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নে কৌলা গ্রামে উপজেলার সকল ইউনিয়ন এবং পৌর সভায় দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী( লুঙ্গি ও শাড়ি) বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার (৭ মে) ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাকিল রশিদ চৌধুরী, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, বাবনিয়া মাদরাসার সুপার আহসান উদ্দিন, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ভাঠেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরু আলম নানু, ভুকশীমইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম,
কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, জয়চণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত, সাধারণ সম্পাদক আব্দুল আলী, কুলাউড়া সদর ইউনিয়নের সভাপতি কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রাউতগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আফতাব আলী, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ওয়াদুদ বক্স, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতি মিয়া, সাধারণ সম্পাদক তাজ খান প্রমুখ।