890
Published on মে 8, 2021"মানুষ মানুষের জন্য" এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাসে প্রতিবারের ন্যায় এবারও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গোটা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে রমযানের প্রথম দিন থেকেই রান্না করা উন্নত মানের একই আইটেমের খাবার (পোলাও, রোষ্ট, ডিম, খেঁজুর, শসা) বিতরণ করা হচ্ছে।
১ম রমযানে নগরীর আলুপট্টি ও কুমারপাড়া মোড়ে, দ্বিতীয় দিন সাহেব বাজার জিরো পয়েন্ট ও তৃতীয় রমযানে বেলদার পাড়ার মোড়ে, ৪র্থ রমযানে সাহেব বাজার মনিচত্বর ও কাঁচাবাজারে, ৫ম রমযানে নগরীর মেডিকেল কলেজ ঘোষপাড়া মোড়ে, ৬ষ্ঠ রমযানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেটে, ৭ম রমযানে নগরীর ছোট বনগ্রাম বারোরাস্তার মোড়, ৮ম রমযানে নিউমার্কেট, ৯ম রমযানে নতুন বিলসিমলা বন্ধগেটে, ১০ম রমযানে ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারি স্কুল মোড়ে, ১১ রমযানে ৪নং ওয়ার্ডের কেশবপুর পুলিশ লাইনের সামনে, ১২ রমযানে সি এন্ড বি মোড়ে, ১৩ রমযানে সদর হাসপাতালের মোড়ে, ১৪ রমযানে ১৮ নং ওয়ার্ডের আসাম কলোনি বৌ বাজারে, ১৫ রমযানে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে, ১৬ রমযানে ২৩ নং ওয়ার্ডের পাঁচানি মাঠে এবং ১৭ রমযানে নগরীর ২১ নং ওয়ার্ডের শিরোইল কাঁচাবাজারে স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই কার্যক্রমটি পুরো রমযান মাসব্যাপী অব্যাহত থাকবে। প্রতিদিন ৩০০জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে জনসাধারণের মাঝে রমযান মাসে প্রায় ৬০০০ মাস্ক বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
ইফতারী বিতরণের সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।