ক্রীড়াঙ্গনের স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটি

827

Published on মে 8, 2021
  • Details Image

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে লকডাউনের সময়ে ও ঈদ সামনে রেখে ক্রীড়াঙ্গনের স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি।

বৃহস্পতিবার ইফতারের পূর্বে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংস্থা ও ক্লাবে স্বল্প বেতনে চাকরি করা ৪০০ জনকে খাদ্য সামগ্রী দিয়েছেন এই কমিটির কর্মকর্তারা। 

পল্টন ময়দানস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ ‘ঈদ শুভেচ্ছা’ হিসেবে সবার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আসাদুজ্জমান বাদশা জানিয়েছেন, ‘প্রতিজনকে ১০ কেজি চাল এবং ১ কেজি করে ডাল, তেল, আটা, চিনি, আলু, সেমাই, লবণ ও পেঁয়াজ দেয়া হয়েছে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত