1426
Published on মে 1, 2021পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি, পথচারী ও সিয়াম পালন কারীদের মাঝে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষ থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাসব্যাপী মাস্ক ও ইফতার বিতরন অব্যাহত রয়েছে।
প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি, পথচারী ও সিয়াম পালন কারীদের মাঝে মাস্ক ও ইফতার বিতরন কাজে সহায়তা করছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী। প্রতিদিন প্রায় এক হাজার লোকের মধ্যে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন,'করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমাদের সবার উচিত সচেতনভাবে কাজ করা। আমি সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে।’ করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মিরাজুল ইসলাম।
গত বছর করোনার প্রথমধাপে মিরাজুল ইসলামের উদ্যোগে ৫০ হাজার পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, বুট ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছিল।
এমনকি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এবং দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবীসহ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি অ্যাম্বুলেন্স অনুদান করেছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।