চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর উদ্যোগে ইফতার ও ত্রাণ বিতরণ অব্যাহত

1433

Published on এপ্রিল 28, 2021
  • Details Image

রমজান মাসে রোজাদারদের জন্য ব্যক্তিগত তরফ থেকে ইফতার ও সাহরি বিতরণের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকেই চট্টগ্রাম নগরীর অলি গলিতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে চট্টগ্রাম নগরের সাধারণ মানুষের আস্থা অর্জন করেই নগরবাসীর অন্তরে স্থান পেয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও করোনাকালীন সাধারণ মানুষের কথা চিন্তা করেই চট্টগ্রাম ইফতারের সময় ইফতার এবং সেহেরির সময়ে সেহেরির ব্যবস্থা করেন ব্যক্তিগত তরফ থেকে।

রমজানের শুরু থেকে নগরীর রূপনগর কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি চলমান রয়েছে। প্রতি রোজায় শত শত রোজাদার ব্যক্তি এখানে এসে সংগ্রহ করছেন সাহরি ও ইফতার। পুরো রমজানজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দীন বলেছেন, পবিত্র রমজান মাস এবার করোনা ছোবল কবলিত হলেও ধর্মীয় ও মানবিক মাহাত্ম ম্লান হয়নি, বরং বেড়েছে। তাই রোজাদাররা এবার নিজের আত্মশুদ্ধির পাশাপাশি এবাদত-বন্দেগিতে করোনা ছোবল থেকে পরিত্রাণ এবং মঙ্গলময় স্বাভাবিক ও সুন্দর আগামী জীবনের জন্য প্রার্থনা করতে হবে।

৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এলাকাবাসীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির এসব কথা বলেন।

আ.জ.ম নাছির বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন দিয়ে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এতে সমাজের নিম্ন ও প্রান্তিক শ্রেণির জনগোষ্ঠীর কষ্ট ও দুগর্তি বেড়েছে। সরকার এদের জন্য আপাতত এক কোটি টাকার প্রণোদনা বরাদ্দ দিলেও তা যথেষ্ট নয়। তাই সমাজের বিত্তবান মানুষ, শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে কর্মচ্যুত গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বিত্তবান, শিল্পপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অর্থবিত্তের বৈভব গড়ে উঠেছে শ্রমজীবী ও গরীব মানুষের শ্রম ও রক্ত-ঘামে। তাই ধনী ও বিত্তবানদের ভান্ডারে তাদের হক রয়েছে। এই বোধ থেকে দুর্যোগকালে তাদের পাশে দাড়ানো ইমানি দায়িত্ব।

এদিকে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হেফাজতে ইসলাম নাম দেখে অনেক সাধারণ ধর্মপ্রাণ মুসলমান মনে করে এই সংগঠন ইসলামকে রক্ষার করার জন্য কাজ করছে। তারা এই সংগঠনকে সমর্থন করাকে সওয়াব মনে করে। কিন্তু এই সংগঠনের নেতাকর্মীরা ইসলামের নাম দিয়ে বিভিন্ন শিরক ও হারাম কাজ করে বেড়াচ্ছে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নানা অনৈতিক কর্মকাণ্ডের কারণে ধর্মপ্রাণ মুসলমানের ভুল ভাঙতে শুরু করেছে। সোমবার (২৬ এপ্রিল) নাঙ্গলকোট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ ও চট্টগ্রাম নগর সিএনজি অটো রিকশা টেম্পু শ্রমিক লীগের উদ্যোগে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে পৃথক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত