সাভারে অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

1688

Published on এপ্রিল 27, 2021
  • Details Image

সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ‘মানবতার ইফতার বাজার’ কার্যক্রমে অংশ নিয়ে ১০০০ অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সোমবার (২৬ এপ্রিল) সাভার উপজেলার সিটি সেন্টারে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ১০০০ অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘করোনা মহামারিতে পবিত্র রমজানে মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।’

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। পবিত্র রমজানে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়-দুঃস্থ মানুষের মাঝে প্রতিদিন সেহরি ও ইফতারের ব্যবস্থা করছে। ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।’

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল, সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সহ-সভাপতি ম. সাইফ বাবু, সহ-সভাপতি রাকিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার রাজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল, উপ-সাহিত্য সম্পাদক এস এম রিয়াদ হাসান, উপ-অর্থ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাভার উপজেলা সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মানবতার ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত