755
Published on এপ্রিল 26, 2021করোনা ভাইরাসের সংক্রমণ এর শুরু থেকেই অসহায় ও কর্মহীন মানুষের পাশে আছেন ঢাকা-৩ আসনের সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারো দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। ঘরবন্দী এসব মানুষের দিন কাটছে চরম অনিশ্চতায়। লকডাউনে স্বল্প আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মাননীয় বিদ্যুৎ, জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। তাদের দুইজনের ব্যক্তিগত অর্থায়নে 'মানবিক সহায়তা'র খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।