চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

3137

Published on এপ্রিল 22, 2021
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বুধবার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী সব জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, জেলাগুলোর জনসংখ্যা ও ত্রাণের চাহিদার ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় তালিকা অনুসারে, তৃণমূলের অভাবগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ বিতরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে পাঁচ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে। সেই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত