করোনার এই দুর্যোগকালে অসহায় আর্ত মানুষের সেবায় ছাত্রলীগ

843

Published on এপ্রিল 17, 2021
  • Details Image

পবিত্র রমজানে মাসব্যাপী সেহরি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ছাত্রলীগ।

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও উপ-সমাজসেবা সম্পাদক এবং ধর্ম সম্পাদক ও উপ-ধর্ম সম্পাদকদের সার্বিক তত্ত্বাবধানে সেহরি বিতরণ কর্মসূচির আজ তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও এর আশেপাশের এলাকায় শিক্ষার্থী ও অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ছাত্রলীগের সমাজসেবা ও ধর্ম বিষয়ক সেল সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে। বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে ঢাকায় অনেক শিক্ষার্থী অবস্থান করছেন। চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে এসব শিক্ষার্থী এবং অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার ও সেহরিতে তাদের রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা সংকট চলাকালীন রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে, পবিত্র রমজানের প্রথম দিনে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অসহায়-দুঃস্থদের মাঝে সেহরিতে রান্না করা খাবার ও ইফতারি বিতরণের মাধ্যমে রমজান মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

লকডাউন চলাকালীন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে কোভিড ও নন-কোভিড মুমূর্ষু রোগীদের ভর্তির জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদক এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদকদের সমন্বয়ে গঠিত টিম বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স পরিসেবার তদারকি করবেন।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনায় সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসাধারণকে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে লকডাউন সময়ে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী ও নন-কোভিড রোগীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। যেখানে করোনায় মুমূর্ষু রোগীরা জরুরী প্রয়োজনে হটলাইন নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে এই সেবা পাবেন।’

সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ যেকোন সংকটে, দুর্যোগে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশের এই ক্রান্তিকালে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজে সচেতন থেকে মাঠ পর্যায়ে জনসাধারণের মাঝে সচেতনতার আলো ছড়িতে দিতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে লকডাউন কালীন কোভিড/নন-কোভিড রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। যতদিন লকডাউন চলবে, ততদিন এই মহামারি করোনা সংকটে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে।’

অ্যাম্বুলেন্স পরিষেবা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফেরদৌস শাহরিয়ার নিলয়, ফারুক আহম্মেদ, সালেকুর রহমান শাকিল ও মাজহারুল হক মাহফুজ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক ফুরকান চৌধুরী, ডা. শাহজালাল, রাজেষ বৈশ্য, জেরিন সিকদার, সাধন বিশ্বাস ও মো. রিজভান আহমেদ।

অ্যাম্বুলেন্স পরিষেবার হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৭৩৪-৯৭৩৯৮৮, ০১৭৪৩-৭৩৪২৯০, ০১৭৩৬-০৬৩৭৮১, ০১৭২০-৬১০৫৬০, ০১৭১৯-৪৬২৩৭৮, ০১৯২১-১০১৯২১, ০১৭৫১-২৫৭৯৩৬, ০১৬৮০-০৭০৪৭২, ০১৭২৪-৮২৭৮৮৩, ০১৭১৯-০৬৫৫৫৮, ০১৯১৬-৪৬৯২০২, ০১৮২৯-৪৮৪২৭৫.

করোনার এই দুর্যোগকালে অসহায় আর্ত মানুষের সেবায় ছাত্রলীগের বিনামূল্যে জরুরি সেবা সমূহঃ

বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবাঃ যোগাযোগঃ 01911821884, 01711173405, 01725343038

বিনামূল্যে জরুরি প্লাজমা ও রক্ত প্রয়োজন- যোগাযোগঃ +8801991052178, 01782534400

বিনামূল্যে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স প্রয়োজন- যোগাযোগঃ 01736063781,01734973988

বিনামূল্যে জরুরি শিশু খাদ্য প্রয়োজন- যোগাযোগঃ 01684023411

জরুরী প্রয়োজনে হটলাইন নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে এই সেবা পাবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত