কুমিল্লায় অটো চালকের দুই সন্তানের মেডিকেল কলেজে পড়ার দায়িত্ব নিলেন এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম

1746

Published on এপ্রিল 10, 2021
  • Details Image

সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ঊত্তীর্ণ কুমিল্লার মনোহরগঞ্জের অটোরিক্সা চালক বিল্লাল হোসনের দুই মেধাবী যমজ সন্তান আরিফ হোসেন ও শরীফ হাসেনের লেখাপড়ার জন্য এক লাখ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। এছাড়াও ভবিষ্যতে তাদের লেখা পড়ার সকল দায়িত্ব নিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মনোহরগঞ্জের গ্রামের বাড়িতে গিয়ে মন্ত্রীর পক্ষে তাদের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল কাইউম চৌধরী।

জানা যায়, সম্প্রতি প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের ইজিবাইক চালক বিল্লাল হোসেনের পুত্র আরিফ হোসেন সারা বাংলাদেশে ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ও তার ভাই শরিফ হোসেন ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ দুই মেধাবী যমজ ভাই তাদের এ অভাবনীয় সাফল্যের খবরে পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এ দুই মেধাবী সন্তানের সাফল্যের বিষয়টি ভাইরাল হয়ে পড়েছে। তাদের বাড়িতে গিয়ে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।

যমজ দুই ভাই আরিফ হোসেন ও শরিফ হোসেন জানান, আমাদের এ সাফল্যের খবরে এলাকার কৃতি সন্তান ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয় অতীতে ন্যায় আবারো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, এক লাখ টাকা নগদ উপহার হিসেবে দিয়েছেন। এই জন্য আমাদের পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞ। বাবা বিল্লাল হোসেন জানান, ‘মো. তাজুল ইসলাম মন্ত্রী মহোদয় আগেও আমার দুই ছেলের লেখা পড়ার জন্য সহায়তা করেছেন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় ইত্তীর্ণ হওয়ার খবরে তিনি ১ লাখ টাকা পাঠিয়েছেন। ২ ছেলের লেখা পড়া চালিয়ে যেতে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন, এ জন্য আমরা আনন্দিত ও ধন্যবাদ জানাচ্ছি।’
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল কাইউম চৌধরী জানান, দারিদ্রতার সাথে অনেকটা লড়াই করে আরিফ ও শরীফের এ সাফল্য সত্যই সবাইকে মুগ্ধ করেছে। এরা সমাজের জন্য অনুকরনীয়। তাই আমাদের প্রিয় নেতা স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম তাদের জন্য এক লাখ টাকা পাঠিয়েছেন। তা তাদের হাতে তুলে দেয়া হয়েছে। মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও লেখা পড়ার চালিয়ে যেতে তাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে।

শুক্রবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সরকারের আমলে অর্থাভাবে কারও লেখা পড়া বন্ধ হয়নি। শিক্ষার সকল ক্ষেত্রে উন্নয়ন ও সহায়তায় এ সরকার যথেষ্ঠ আন্তরিক। মেধাবী সন্তান আরিফ হোসেন ও শরিফ হোসেন আমাদের এলাকার গর্ব। তারা দারিদ্রতার সাথে লড়াই করে লেখা পড়ায় জয়ী হয়েছেন।’ মন্ত্রী আরও বলেন ‘তাদের এ খুশির খবরে উপহার হিসেবে এক লাখ টাকা পাঠিয়েছি। ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যেতে অতীতের ন্যায় তাদের আরও সকল প্রকার সহায়তা করা হবে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত