653
Published on এপ্রিল 10, 2021পাবনার মেধাবী শিক্ষার্থী জান্নাতুম মৌমিতা মুন্নীর মেডিকেল কলেজে পড়াশোনার দায়িত্ব নিলেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।
শিক্ষাজীবন জুড়েই অভাব অনটনে আর্থিক দুশ্চিন্তা ছিল মুন্নীর নিত্যসঙ্গী। জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ৩১১০তম হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় হতদরিদ্র পরিবারের সন্তান জান্নাতুম মৌমিতা মুন্নী। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পায় ৬৯.৭৫ নম্বর।
বৃহস্পতিবার মুন্নী এবং তার পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন হুইপ ইকবালুর রহিম। তখন ভিডিও কনফারেন্সে যুক্ত হন মুন্নীর বাবা, মা ও চাচা। দীর্ঘ আলাপের পরে হুইপ তাদের আশ্বস্ত করেন মুন্নীর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তিসহ সকল বিষয় নিয়ে। এতে মুন্নীর পরিবার আবেগ আপ্লুত হয়ে পড়লে হুইপ ইকবালুর রহিম মেয়েকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা না করার জন্য বলেন।
এ বিষয়ে শিক্ষার্থী মুন্নী গণমাধ্যমকে বলেন, আমার পরিবার যে সিদ্ধান্ত দেবে সেটি আমার সিদ্ধান্ত। আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই।
মুন্নীর বাবা বাকী বিল্লা সাংবাদিকদের বলেন, এখন আমি চিন্তামুক্ত। সংবাদ প্রকাশের পরে অনেকেই আমার মেয়ের শিক্ষার জন্য এগিয়ে এসেছেন। হুইপ সাহেব আমাক ফোন দিয়েছিলেন। তার সঙ্গে কথা বলেছি, আমরা সবাই। তিনি আমার মেয়ের সকল দায়িত্ব নিয়েছেন। আমরা তার অধীনেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করার জন্য মনস্থির করেছি।
হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সংসদ সদস্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ আমার প্রয়াত বাবার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামকরণ করেছেন। আমি সংসদের যে ভাতা পাই সেই অর্থ দিয়ে প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে ব্যয় করে থাকি। বর্তমানে আমাদের এই মেডিকেল কলেজে ৫ জন শিক্ষার্থী বিনা খরচে পড়াশোনা করছেন। ইতিমধ্যে ১৪ জন এমবিএস পাস করেছেন। গণমাধ্যমে দেখার পর আমি ওই অদম্য শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের চিন্তামুক্ত করেছি। তার মেডিকেল কলেজের শিক্ষা গ্রহণের জন্য যে অর্থ ব্যয় হবে সেটা আমি বহন করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষে আর প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।