স্বাধীনতা বিরোধী শক্তি নাশকতার বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ

1251

Published on এপ্রিল 1, 2021
  • Details Image

দেশব্যাপী স্বাধীনতা বিরোধী ও হেফাজত ইসলামের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, রাউজান উপজেলা শাখার উদ্যোগে হাটহাজারী-রাঙ্গামাটি সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লু রহমান মাসুদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু চৌধূরী সঞ্চালনায় অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আনোয়ার,রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অন্যদিকে উগ্রবাদী সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী গোষ্ঠী হেফাজতের নাশকতা নৈরাজ্যের হরতালের প্রতিবাদে হাটহাজারী সড়কে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ অবস্থান করে।পরে একটি বিক্ষোভ মিছিল বের করে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু বলেন, পবিত্র মসজিদ বায়তুল মোকাররমে এবং হাটহাজারীতে উগ্র সাম্প্রদায়িক চক্রের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে সাধারণ মুসল্লীদের উপর হামলা করে, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা শুরু করে! ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে! বাংলার উগ্র সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না! সাম্প্রদায়িক অপশক্তি চক্রের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।তাদের প্রতিহত করতে সারা বাংলাদেশের সকল ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ।

হাটহাজারী সড়কে বিক্ষোভ মিছিল করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সভাপতি রেজাউল হক রুবেল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এবং চট্রগ্রাম উত্তর জেলা আওতাধীন মিরসরাই, সীতাকুন্ড,ফটিকছড়ি,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ এর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত