স্বাধীনতাবিরোধী শক্তির তান্ডব রুখে দিতে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ

1242

Published on মার্চ 30, 2021
  • Details Image

রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ রেলওয়ের ষ্টেশনসমূহ, ট্রেন, রেললাইনে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় হেফাজত ইসলামের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী সদর দপ্তর ও ওপেন লাইন শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জনাব মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা সাধারণ সম্পাদক জনাব মোঃ আকতার আলীর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব মোঃ ওয়ালী খাঁন, আরবিআর শাখার সভাপতি মোঃ মোতাহার হোসেন, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রেল শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক, আরবিআর শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সদস্য ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন সহ বক্তব্য রাখেন আরবিআর ও ওপেন লাইন শাখার নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ যখন উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে, দেশের দৃশ্যমান উন্নয়নে আনন্দিত ও উল্লাসিত ঠিক তখনই বিএনপি-জামাতের মদদপুষ্ট হেফাজতে ইসলাম দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতা করেছে। তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও লুটপাট করেছে।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ রেলওয়ে ষ্টেশন, রেললাইন, ট্রেনের যারা ক্ষতিসাধন করেছে তাদেরকে গ্রেফতার করে আইনানুযায়ী শাস্তির দাবি জানিয়েছে এবং রেলওয়ে শ্রমিক লীগের নেতা কর্মীদেরকে সর্বদা সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন বক্তারা যেন হেফাজতে ইসলামের সন্ত্রাসীরা আর যেন নাশকতা করতে না পারে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত