হেফাজতে ইসলামের হরতাল ও নাশকতার প্রতিবাদে মাগুরা জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

819

Published on মার্চ 28, 2021
  • Details Image

সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।

মাগুরা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে জামরুল তলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিন, সরদার রেজাউল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা  ঢাকা-চিটাগাং সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় জামাত-শিবির এবং হেফাজতের কর্মীদের দায়ী করে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
একই সাথে দেশের উন্নয়ন বিরোধী হরতাল প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দেশের উন্নয়ন বিরোধী হরতালকে প্রতিহত প্রতিটি উপজেলায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত