796
Published on মার্চ 28, 2021স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ‘দেশে চালানো তাণ্ডবে’র প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। আজ রবিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি এ বি এম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি লিয়াকত আলী ভান্ডারীসহ স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এনামুল ইসলাম সাকিব, নেতা আবুল বাসার, রফিকুল ইসলাম রানা, এনামুল হক রুবেল প্রমুখ।