1280
Published on মার্চ 27, 2021বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তি দেশের কোথাও হরতালের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের প্রতিহত করার ডাক দিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল। তিনি বলেন, রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি মহানগর, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। হরতালে তারা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াতের লোকজন হরতালের নামে বিশৃঙ্খলা করলে তাদের যেখানে পাবেন, সেখানেই প্রতিহত করতে হবে। ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় দেশব্যাপী স্বাধীনতাবিরোধী শক্তির ধ্বংসাত্মক তা-বের প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুবলীগ। একাত্তরে পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে জঙ্গি পরিবেশ কায়েম করতে চায় বলে সমাবেশে অভিযোগ করেন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় স্বাধীনতার পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী, জামাত-বিএনপি চক্র কর্তৃক ধ্বংসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের আপামর জনগণ যখন গৌরব ও আনন্দে চিত্তে স্বাধীনতা দিবস পালন করছিল ঠিক সেই মুহূর্তে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, জামাত-বিএনপিচক্র সারাদেশে ধ্বংসাত্মক তা-বলীলা চালিয়েছে। দেশব্যাপী মৌলবাদী, জামাত-বিএনপিচক্রের ধ্বংসাত্মক তা-বলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ ২৭ মার্চ ২০২১ইং সকাল ১১ ঘটিকায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সঞ্চালনা করেন-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
এদিকে বিএনপি-জামায়াত ও হেফাজতের সকল নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ(ভিপি) ও সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদের সামন থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি উগ্রপন্তি মৌলবাদ দ্বারা দেশব্যাপী নৈরাজ্যকার পরিস্থিতি সৃষ্টির লক্ষে অতরকিত পুলিশের উপর হামলা ও সরকারি প্রতিষ্ঠানে আগুন ও ভাংচুর ও হরতালের প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী মৌলবাদী, বিএনপি-জামায়াত চক্রের ধ্বংসাত্মক তাণ্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এম এম আলতাব হোসেন এবং যুগ্ম আহবায়ক জননেতা সেলিম আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী জামাত-বিএনপি চক্র কর্তৃক ধংসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
শনিবার (২৭ মার্চ) বিকাল চারটায় মৌলভীবাজার শহরের চৌমোহনা দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার চৌমোহনায় এসে শেষ হয়। মৌলবাদ ও স্বাধীনতার বিরোধীতাকারীদের বিরুদ্ধে শ্লোগান দেন যুবলীগ নেতাকর্মীরা।
ধারাবাহিকভাবে সারাদেশের প্রতিটি জেলা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী, জামাত-বিএনপি চক্র কর্তৃক ধ্বংসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।