উগ্র সাম্প্রদায়িক অপশক্তি চক্রের নাশকতার প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ

914

Published on মার্চ 27, 2021
  • Details Image

উগ্র সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ২৬ মার্চ রোজ শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং হাটহাজারী তে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও নাশকতার প্রতিবাদে আজ ২৭ মার্চ বিকালে হাটহাজারী-রাঙ্গামাটি সড়কে এ রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি কাজী আব্দুল ওহাব।

রাউজান উপজেলা যুবলীগ এর সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, পবিত্র মসজিদ বায়তুল মোকাররমে এবং হাটহাজারীতে উগ্র সাম্প্রদায়িক চক্রের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে সাধারণ মুসল্লীদের উপর হামলা করে।

ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা শুরু করে। ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে। বাংলার উগ্র সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না, সাম্প্রদায়িক অপশক্তি চক্রের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তাদের প্রতিহত করতে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত