দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক চক্রের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

758

Published on মার্চ 27, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ২৬ মার্চ রোজ শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও নাশকতার প্রতিবাদে আজ ২৭ মার্চ সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন পবিত্র মসজিদ বায়তুল মোকাররমে উগ্র সাম্প্রদায়িক চক্রের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে সাধারণ মুসল্লীদের উপর হামলা করে, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা শুরু করে! ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে। বাংলার উগ্র সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। সাম্প্রদায়িক অপশক্তি চক্রের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তাদের প্রতিহত করতে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই দেশ স্বাধীন করেছেন! সাম্প্রদায়িক অপশক্তি ধর্মব্যবসায়ী চক্রের উগ্র সন্ত্রাসীরা গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররম মসজিদে দেশীয় অস্র সস্রে সজ্জিত হয়ে অবস্থান নেয়। জুমআর নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীরা সরকার বিরোধী শ্লোগান দিয়ে হামলা ভাংচুর ও নাশকতা শুরু করে। একপর্যায়ে সাধারণ মুসল্লীদের জানমাল রক্ষার স্বার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ সংগঠনের নেতাকর্মীরা। তখন সন্ত্রাসীদের ছোঁড়া ইটের আঘাতে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ ৮৮ জন নেতা কর্মী রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। তিনি আহত সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতার জন্য রাব্বুল আলামিনের নিকট প্রার্থণা করেন। 

তিনি বলেন যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তি চক্রকে রুখে দিতে হবে! এরা দেশ ও জাতির শত্রু! এরা মানবতার শত্রু। এরা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিতে বাঁধা সৃষ্টি করতে চায়। আগামীকাল সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে সকল জেলা মহানগরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠন সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপস্থিত ছিলেন সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, উপদেষ্টা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,মোঃ শাহ্ জালাল মুকুল মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা উত্তর, দক্ষিণ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত