মহান স্বাধীনতা দিবসে ভাণ্ডারিয়ায় দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে উপজেলা আওয়ামী লীগের ইজিবাইক বিতরন

2405

Published on মার্চ 26, 2021
  • Details Image

মহান স্বাধীনতা দিবসে ভাণ্ডারিয়ায় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইজিবাইক বিতরন করা হয়ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে পদার্পণ উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গরিব, দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে ইজিবাইক বিতরণ আয়োজন করেছেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

আজ ২৬ মার্চ সকালে ৫০ জন দুঃস্থ ও প্রতিবন্ধি ব্যক্তিদের মিরাজুল ইসলামের নামে প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে মিরাজুল ইসলাম বলেন, মহান বিজয় দিবসের ৫০তম বর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষে আজ আমাদের এলাকায় ৫০ জন মানুষের কর্ম ব্যবস্থার জন্য ইজিবাইক বিতরণ করেছি।

এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’। তার ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলার ৭ ইউনিয়নের অসহায় গৃহহীন পরিবার গুলো মাঝে পাকা বাড়ি বিতরণের উদ্যোগ নিয়েছি।ভাণ্ডারিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। আমি সব সময় উপজেলাবাসীর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত