1155
Published on মার্চ 26, 2021স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস আজ। ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতিয় দিবস এবং স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসুচি পালন পালন করে। সুর্য দয়ের সাথে সাথে স্মৃতি অম্লান চত্বরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করা হয়। এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।
নীলফামারী জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় বর্ণাঢ্য আনন্দ র্যালী শহর প্রদক্ষিন করে ও রেলী শেষে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এডঃ মমত্জুল হক নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ নীলফামারী জেলা আওয়ামী লীগের কর্মসুচিতে অংশ গ্রগন করেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস—স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহিদের আত্মদান আর ২ লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাথা, গণবীরত্বের ইতিহাস।