বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

1368

Published on মার্চ 26, 2021
  • Details Image

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ তম বর্ষে পদার্পণ করেছে।আমরা আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণ স্বাধীনতা দিবসের কর্মসূচিতে যোগদান করে বাংলাদেশের উন্নয়নে ভূয়সী প্রশংসা করছেন। কারণ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।

তিনি আরো বলেন বাংলাদেশ অর্থনৈতিক সূচকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় এখন ২০৬৪ মার্কিন ডলার। তিনি বলেন দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আজ সকাল ৮ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি ডঃ মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু,প্রদীপ কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি, ধর্ম সম্পাদক আব্দুল খালেক বাবলু,
সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, মহিলা সম্পাদক নাসরিন রহমান সীমা,মুক্তিযোদ্ধা সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, শিল্প ও বাণিজ্য সম্পাদক তপন চক্রবর্তী ,সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহজাহান, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম ফকির, আবু সেলিম, আতিকুর রহমান দুলু,এডভোকেট নরেশ মুখার্জি,অধ্যক্ষ শামস উল আলম জয়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম,আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল,আব্দুল্লাহ আল-ফারুক ,আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা খাতুন শেফালি,শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু কৃষক লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু ,যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনা,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়,তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন সহ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত