রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

1074

Published on মার্চ 26, 2021
  • Details Image

রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ ই মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসকে কেন্দ্র করে নানান জমকালো ও বর্ণাঢ্য আয়োজন করবার প্রস্তুতি থাকলেও কভিড-১৯ মহামারীর পরিস্থিতির প্রেক্ষিতে তা সীমিত করা হয়।

আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার স্বাধীনতা দিবসের সীমিত কর্মসূচি অনুযায়ী সকাল ৭.০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ৭.০৫ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এরপর রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

এছাড়াও সকাল ১১.০০ ঘটিকায় নগরীর মুজীব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যূরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সেখানে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।

এসময় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু উপস্থিত নেতৃবৃন্দকে অসাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে যারা সাম্প্রদায়িক উসকানি ও সরযন্ত্র এখনও করে যাচ্ছে তাদের প্রতি দাঁত ভাঙা জবাব দিতে নেতৃবৃন্দকে প্রস্তুত থাকবার আহবান জানান। এ সময় ম্যুরালে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সহ অন্যান্য অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখার সকল অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দদের স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে।

স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি। আজ বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলিয়ান হওয়ার দিন আজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ মাহেন্দ্রক্ষণে উদ্যাপিত হচ্ছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এটি সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকে মহিমান্বিত করেছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত