মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা

1389

Published on মার্চ 26, 2021
  • Details Image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস আজ। ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন—একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস—স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহিদের আত্মদান আর ২ লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাথা, গণবীরত্বের ইতিহাস।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত  সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আরও উপস্থিত ছিলেন  চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক  সম্পাদক নোমান আল মাহামুদ।

বিকালে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত  সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,নগর আওয়ামীলীগ এর  সাধারণ সম্পাদক  আ.জ.ম নাছির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত