ব্যতিক্রমী উদ্যোগ 'জনতার কথা' নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি গাজীপুর-৩ আসনের সাংসদ

2307

Published on মার্চ 23, 2021
  • Details Image

প্রান্তিক মানুষের সমস্যা-সমাধান, সম্ভাবনা-উন্নয়ন, প্রত্যাশা ও প্রাপ্তিসহ নানা বিষয় নিয়ে জনতার মুখোমুখি হয়েছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। এলাকার শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট, ফায়ার স্টেশন, স্টেডিয়াম নির্মাণ, ভিজিএফ, ভিজিডি, টিআর-কাবিখা, মাদক, দুর্নীতি, অবসর ভাতা, পেনশন-সংক্রান্ত নানা বিষয়ে তৃণমূল পর্যায়ে মানুষ এমপিকে প্রশ্ন করেন। জনতার মুখোমুখি দাঁড়িয়ে তাৎক্ষণিক সব সমস্যা সমাধান ও উন্নয়নের চিত্র তুলে ধরেন এমপি সবুজ। গতকাল সোমবার শ্রীপুরের গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে চলে প্রশ্ন-উত্তর পর্ব।

আজুগিরচালা গ্রামের আবুল কাশেম সরকার বলেন, এ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এমপি সবুজ তার উত্তরে বলেন, খুব শিগগিরই আজুগিরচালা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।

সংসদ সদস্য হওয়ার আগে টানা কয়েক বছর গাজীপুর-৩ আসনজুড়ে গ্রাম পর্যায়ে ব্যতিক্রম উঠান বৈঠক করে ব্যাপক সাড়া ফেলেছিলেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। একাদশ সংসদ নির্বাচনে প্রথমবার দলের মনোনয়ন পেয়ে নির্বাচনী শেষ জনসভায় ঘোষণা দিয়েছিলেন, ‘আজ থেকে গাজীপুর-৩ আসনটিই আমার পরিবার'।

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম তৃণমূল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে নানা শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেন আলোচিত এ সংসদ সদস্য।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নবাসীর কাছে আলাদাভাবে প্রতিবছর ওই সভার মাধ্যমে সবার কথা শুনবেন, জবাব দেবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত