1158
Published on মার্চ 22, 2021সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও মারধরের ঘটনায় জড়িত উগ্রসাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (১৯ মার্চ) বিকাল ৩টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট হয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে ভাংচুর, লুটপাট ও নির্যাতন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বাংলাদেশে কোন সাম্প্রাদায়িক অপশক্তির অপতৎপরতা সহ্য করা হবে না। সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের সকল জেলা মহানগরের নেতৃবৃন্দকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছেন। কোনভাবেই এই বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির বিষবাষ্প ছড়াতে দেওয়া হবে না। যে কোন মূল্যে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির শিকড় উপড়ে ফেলা হবে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান। এরেই ধারাবাহিকতায় সারাদেশে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও মারধরের ঘটনায় জড়িত উগ্রসাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও মারধরের ঘটনায় জড়িত উগ্রসাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে জেলা স্বেচ্ছাসেবকলীগ, শহর স্বেচ্ছাসেবকলীগ, সদর স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবকরীগের সহ-সভাপতি অমিত চৌধুরী রানা, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম ডলার, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাম সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বদর উদ্দিন আহমদ কামরান চত্বরে গিয়ে শেষ হয়।
শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সারাদেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।