কুষ্টিয়া শহর শাখা স্বেচ্ছাসেবক লীগ- এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1394

Published on মার্চ 21, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া শহর শাখা স্বেচ্ছাসেবক লীগ -এর ত্রিবার্ষিক সম্মেলন -২০২১ আজ ২০ মার্চ রোজ বুধবার বিকাল ০৩ঃ০০ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়।

জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব মোঃ আক্তারুজ্জামান লাবু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, তিনি বলেন ধন্য পিতার ধন্য কন্যা, সাহসী পিতার সাহসী কন্যা, জননেত্রী শেখ হাসিনা। তিনি কর্মগুনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু পরিবারের ঘর বাড়ী ও মন্দির ভাংচুর করেছে সাম্প্রদায়িক উগ্র সন্ত্রাসীরা! তারা গোলা পানিতে মাছ শিকার করতে চায়! বাংলার মাটিতে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের কোন স্থান হবে না! যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু, তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছেন! খুনি জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন এবং ইতিহাস বিকৃতি করে স্বাধীনতার ঘোষকের তকমা লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারী করে জাতির পিতার হত্যার বিচারের পথ রুদ্ধ করে খুনীচক্রকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলার মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার জননী বিশ্বনেতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে! সাম্প্রদায়িক অপশক্তির সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্মল কুমার চ্যাটার্জি, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আইন সম্পাদক অ্যাডঃ ড. ওহিদুর রহমান টিপু, ধর্ম বিষয়ক সম্পাদক ছাইফুর রহমান ছিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান,সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, সহ -সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ আ স ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগ সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, সদর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক।

সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মোঃ নাইমুল ইসলাম শিপন। সঞ্চালনা করেন কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক সেলিম রেজা।

আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও সদর এবং শহর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্মেলন শেষে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগ এর নব নির্বাচিত সভাপতি মোঃ নাইমুল ইসলাম শিপন, সহ-সভাপতি- নূরে আলম সিদ্দিক মুক্তা, সাধারন সম্পাদক- মানব চাকী,যুগ্ম-সাধারন সম্পাদক- এম.জেড.ইসলাম জাহিদ এর নাম ঘোষণা করা হয়।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত