বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ত্রাণ ও বস্ত্র বিতরণ

1235

Published on মার্চ 21, 2021
  • Details Image

শনিবার (২০ মার্চ) দুপুরে সবুজবাগ বুদ্ধ মহাবিহারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা,অনাথ শিশুদের মাঝে বস্ত্র ও খবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য ও ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তি আজো বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বিভিন্নভাবেই দেশের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক অবস্থায় পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন তাই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে একাত্তরের চেয়েও একটি কঠিন যুদ্ধে রয়েছি বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ব নেতা হিসাবে সারাবিশ্বে পরিচিত ছিলেন। তিনি সারাজীবন নির্যাতিত নিপীড়িত মানুষের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে গেছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন। বারবার ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। অসম্ভবকে সম্ভব করার মত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

‘‘সুনামগঞ্জের শাল্লায় যারা প্রায় ৮২টি হিন্দু বাড়ির উপর যারা হামলা করে তছনছ করে দিয়েছেন, মূর্তি-মন্দির ভেঙ্গেছেন--তারা কারা? এই শক্তির সাথে যারা হাত মিলিয়েছেন, এই শক্তির সাথে যারা বুঝে, না বুঝে হাত মিলিয়েছেন কাউকে এই সরকার, শেখ হাসিনার সরকার দেয় নাই, ছাড় দেবে না। তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে’ বলে দাবি করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা।

তিনি বলেন, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন শত্রুরা শক্তিশালি হচ্ছে। শত্রুরা ষড়যন্ত্রকে আরো শানিত করছে। এই শানিত ষড়যন্ত্র থেকে আমাদেরকে সচেতন এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত