মুজিব জন্মশতবর্ষঃ সারাদেশে আওয়ামী লীগের বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

2316

Published on মার্চ 20, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে শুক্রবার বাদ জুমা এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন-সমৃদ্ধি কামনা করা হয়। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুরে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে ৮টি বিভাগীয় শহর, টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ায় চারদিন ব্যাপী বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা সভা এবং এতিমদের মাঝে উন্নতমানের বস্ত্র, খাবার ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারই অংশ হিসেবে শুক্রবার ১১.০০ টায় জাতির পিতার শুভ জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তেজগাওয়ের বটমলি হোমস অরফানেজ প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অরফানেজের পরিচালিকা সিস্টার মেরি বিজয়া বিশেষ প্রার্থণা সভা পরিচালনা করেন। এসএমআর সংঘ প্রধান সিস্টার মেরি মিনতি এবং নির্মল রোজারিও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে অরফানেজের সদস্যদের পরিচালনায় মুজিব থিম সং পরিবেশন করা হয় এবং বিশেষ নৃত্য পরিবেশন করা হয়।

বিশেষ  প্রার্থণা সভা শেষে এতিমদের মাঝে উন্নতমানের পোষাক, উন্নতমানের খাবার ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাঁদুজ্জামান খান কামাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান৷ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ উপ-কমিটির নেতৃবৃন্দ।

উপ-কমিটির সদস্যদের মাঝে উপস্থিত  ছিলেন জনাব আখলাকুর রহমান মাইনু, ডা. হেদায়াতুল ইসলাম বাদল, হাসিবুর রহমান বিজন, দিপক কুমার বনিক, মো. মিজানুর রহমান খান, মো. আব্দুল বারেক, আকাশ জয়ন্ত গোপ, এম জেড মেহেদী স্বপন, নুরুল হক সজীব, বেলাল মোহাম্মদ নুরী, ইদ্রিছ আহমেদ মল্লিক, উমামা বেগম কনক, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, মাসুদ রানা প্রমুখ।

লালমোহন (ভোলা) : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে দুই শতাধিক মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করা হয়। লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে মারকাজুল উলুম নূরুল ইসলাম কওমি মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য শাওন অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ছোট্ট খোকা থেকে সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে জায়গা করে আছেন।

নাটোর : জুমা নামাজ শেষে নাটোরে বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের আত্মার শান্তি কামনা এবং দেশের উন্নয়ন-সমৃদ্ধি কামনায় দোয়া হয়েছে। সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস গুরুদাসপুর উপজেলার কাচারিবাড়ি জামে মসজিদে, সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল শহরের কান্দিভিটা জামে মসজিদে, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া জামে মসজিদে এবং জেলা প্রশাসক মো. শাহরিয়াজ শহরের আলাইপুর মারকাজ জামে মসজিদে নামাজ পড়েন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম জানান, নাটোরের দুই হাজার ৯৩২টি মসজিদে জুমার নামাজ শেষে দোয়া হয়েছে।

 সিংগাইর (মানিকগঞ্জ): সিংগাইরের চারিগ্রাম ইউনিয়নের মসজিদগুলোতে জুমা নামাজ শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন লীগের ইউনিয়ন শাখার সভাপতি মজিবুর রহমানের অর্থায়নে দোয়া শেষে এসব মসজিদে মিষ্টি বিতরণ করেন।

আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় মসজিদের দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুর উপজেলার ডৌহাখলা বাজারে বাকী-রাফী মেডিকেল সেন্টারের উদ্যোগে বিনামূল্যে গাইনি মেডিকেল ক্যাম্প ও হতদরিদ্র-অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হক ফেরদৌস। সঞ্চালনা করেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন ফকির।

নলডাঙ্গাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কান্দিভিটা জামে মসজিদ সহ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার সকল মসজিদে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়াঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, উপ দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা এডোনিস তালুকদার বাবু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন প্রমুখ।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে শুক্রবার বাদ জুমা এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত