877
Published on মার্চ 18, 2021বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ জনাব মোসলেম উদ্দীন আহমেদ, সহসভাপতি মোহাম্মদ ইদ্রীস, সহসভাপতি আবুল কালাম চৌধুরী ও সাধারন সম্পাদক জনাব মফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, সংগঠনের অন্যান্য যুগ্ম সাধারন সম্পাদক বৃন্দ এবং সহসভাপতি বৃন্দ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ ও অ্যাডভোকেট জহির উদ্দীন সহ সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্যগণ, সহসম্পাদক বৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষিন জেলা আওয়ামীলীগ এর বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরাও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগ,চট্টগ্রাম দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগ, চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবকলীগ, চট্টগ্রাম দক্ষিন জেলা কৃষকলীগ, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ তাদের গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন।
মাননীয় সাংসদ চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোসলেম উদ্দীন আহমেদ এর বক্তৃতার মধ্যে দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।