1729
Published on মার্চ 18, 2021এতিমদের মাঝে উন্নতমানের বস্ত্র, খাবার ও করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে দেশের আটটি বিভাগীয় শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
ঢাকায় বিশেষ দোয়া-মাহফিল: রাজধানীর আজিমপুরে অবস্থিত এতিমখানার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ-জাতি ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে এতিমদের মাঝে উন্নতমানের পোশাক, উন্নতমানের খাবার ও করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ উপ-কমিটির নেতারা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া: আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শ্রীরামকান্দি চরপাড়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিম খানা, কুশলী শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, কোটালীপাড়ার কুরপালা মাদ্রাসা এতিমখানাসহ আটটি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম-দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা।
চট্টগ্রাম: চট্টগ্রামের কদম মোবারক এতিমখানায় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এস এম আরিফুল ইসলাম প্রমুখ।রাজশাহী: রাজশাহী বিভাগের জামেয়া ইসলামিয়া শাহ মাখদুম মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের মেয়র খায়রুজ্জামান চৌধুরী লিটন।
খুলনা: খুলনা বিভাগের আলিয়া মাদ্রাসা এতিমখানায় খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগরের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিলেট: সিলেট বিভাগের জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন আহমেদ।বরিশাল: বরিশাল বিভাগের চাঁদমারি এছহাকিয়া মোহাম্মদী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগ আয়োজিত এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছসহ অন্যরা।
ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দোয়া মাহফিল ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
রংপুর: রংপুরের পীরগঞ্জের ১৪ নং চতরা ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে চতরা ইমাম বোখারী হিজবুল কোরআন এতিমখানা ও মাদ্রাসা, শিশু সদনে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সোনাতলা গোবিন্দপাড়া শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, পল্লী শিশু ক্লিনিক এতিম খানা মোট পাঁচটি এতিম খানায় ৫০ জন ছাত্রের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।