রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

1165

Published on মার্চ 17, 2021
  • Details Image

আজ ঐতিহাসিক ১৭ই মার্চ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার বিভিন্ন কর্মসূচি অনুযায়ী সকাল ৭.০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ৭.১০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ১১.০০ ঘটিকায় জেলা শাখা কর্যালয় থেকে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরালে গিয়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন, সেখানে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।

এসময় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন,বাংলা বাঙালি ও বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য ও গৌরবময় অবদান তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর সাহসিকতা ও রাজনৈতিক দুরদর্শিতার কথাও বলেন, বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়নের লক্ষে সকলকে বঙ্গবন্ধুর জীবন আদর্শের সম্পর্কে সঠিক ইতিহাস জানার আহবান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী নগরীর উত্তম এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কভিড-১৯ আবারও সারাদেশে প্রকটভাবে দেখা দেওয়ায় জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সারাদেশের ন্যায় রংপুর জেলা আওয়ামী লীগ শাখাও কর্মসূচি সীমিত করে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচিতে নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন।

এছাড়াও বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল রয়েছে।এবং অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। সকল কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখার সকল অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দদের স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত