1618
Published on মার্চ 17, 2021জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বুধবার (১৭ মার্চ) সকালে ভান্ডারিয়া রিজার্ভ পুকুরপাড় সংলগ্ন অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ফাইজুর রশিদ খশরু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব মো: মিরাজুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভান্ডারিয় উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো: এহসাম হাওলাদের নেতৃত্বে যুবলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এ ছাড়া উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।