1001
Published on মার্চ 15, 2021শনিবার বগুড়া সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিজবাহী সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু সম্মেলনে উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া -১আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী, এম পির পুত্র সাখাওয়াত হোসেন সজল,বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম আসাদুল রহমান দুলু, সাগর কুমার রায়,সাংগঠনিক সম্পাদক অধ্যহ্ম শাহাদাৎ আলম ঝুনু,এ্যাডভোকেট জাকির হোসেন নবাব,দপ্তর সম্পাদক আল- রাজি জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আকতার সীমা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যহ্ম আলহাজ্ব শহিদুল ইসলাম দুলু, প্রভাষক আব্দুর রাজ্জাক, কামরুল হুদা উজ্জল,আব্দুল্লাহ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, এ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, সারিয়াকান্দী পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু সহ নেতৃবৃন্দ।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন সভাপতি ও অধ্যহ্ম আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।