1247
Published on মার্চ 14, 2021আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল শনিবার বিকেলে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের প্যানেল তৈরীর লক্ষ্যে উপজেলার ১৬টি ইউনিয়নে এক যোগে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম উত্তোলন করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ এবং জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২ জন উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন। ইতোমধ্যে যারা দলীয় ফরম উত্তোলন করেছেন তাদের মধ্যে থেকে চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে। তৃণমূলের নেতৃবৃন্দের পছন্দ আর জনপ্রিয়তার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়কবৃন্দ।
দলীয় সূত্রে জানাগেছে, বিগত সময় গুলোতে প্রার্থী নির্বাচনের জটিলতার কারনে দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে। সেই অবস্থান থেকে উঠে আসার জন্য সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কঠোর হুসিয়ারী প্রদান করেছেন। প্রার্থী যেই হোক সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। তৃণমূল থেকে জনপ্রিয় প্রার্থী উঠে আসলে দলের জন্য মঙ্গল জনক হবে বলে আসা সকলের।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। দলীয় নেতবৃন্দের দেয়া ভোটের মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী হিসেবে শ্রীপুর ইউনিয়নে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।
উপজেলার ১৬টি ইউনিয়নের যে সকল স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় গোবিন্দপাড়া ইউনিয়নের দমনাশ-পারদামনাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, দ্বীপপুর ইউনিয়নের পরিষদ চত্বরে, বড়-বিহানালী ইউনিয়নের বড়-বিহানালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের পরিষদ চত্বরে, আউচপাড়া ইউনিয়নের তকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর কলেজ মিলনায়তন, শ্রীপুর ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বাগমারা ডিগ্রী কলেজ মিলনায়তনে, গনিপুর ইউনিয়নের দলীয় কার্যালয় মাদারীগঞ্জ বাজার, শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল ডিগ্রী কলেজ মিলনায়তন, মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি মাদ্রাসা প্রাঙ্গণ, ঝিকরা ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠ, গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসা প্রাঙ্গণ, হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠ এবং সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।
ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করেছিল উপজেলা আওয়ামী লীগ। ১৬টি ইউনিয়নের বর্ধিত সভার দায়িত্বে ছিলেন ১৬জন আহ্বায়ক। প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত আহ্বায়কবৃন্দ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগের নিকট দাখিল করেন। সেই তালিকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ ব্যাপারে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সু সংগঠিত রাজনৈতিক সংগঠন। এই সংগঠনে তৃণমূল পর্যায়ে অনেক জনপ্রিয় প্রার্থী আছে নির্বাচন করা মতো। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দল এবং ইউনিয়নবাসীর স্বার্থে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে এবার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হবে। তৃণমূল থেকে প্রস্তুতকৃত তালিকা দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে প্রেরণ করা হবে। কেন্দ্রীয় ভাবে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ।