1217
Published on মার্চ 7, 2021ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিকেল ০৪:৩০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান এবং সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান এমপি-র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির নেতৃবৃন্দ।
অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান তরুন প্রজন্ম সহ সকলকে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশিত পথে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালির দুইশত বছরের পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের অন্যতম সোপান। এ ভাষণ বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ ভাষন মানুষকে এখনো উজ্জীবিত করে।
তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাধীনতার পরাজিত শত্রু, ৭৫ ও ২১ আগস্টের খুনীচক্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে! তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, আজ ৭ মার্চের ৫০ বছর পূর্তি। ৭ মার্চের ভাষণ পৃথিবীর ঐতিহাসিক দলিল। ১৯৫ টি দেশ নিয়ে গঠিত ইউনেস্কো এই ৭ মার্চের ভাষণকে ওয়ার্ল্ড হ্যারিটেজের স্বীকৃতি দিয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানেরও।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।